কোন দেশে যাই বলো
সুখের আশায় দুঃখের বুঝা
বওয়া সার হইল ॥
ভাইরে ভাই, অবিচারে রাজ্য নষ্ট
জ্ঞানী গেছেন বলে
দেশ করেছে লক্ষ্মীছাড়া
স্বার্থভোগীর দলে
কত অঘটন ঘটাইল
ভালো করবে বলে মাথায়
কুড়ালি মারিল ॥
ভাইরে ভাই, সাবধানে চালাইও নৌকা
সত্যের হাল ধরিয়া
কত ভালোলোকের জাতি গেল
কুসঙ্গ করিয়া ।
অমানুষে সোনার দেশে
এই দুর্দিন আনিল
এখনও সময় আছে
বিচার করে চল ॥
ভাইরে ভাই, বাউল আবদুল করিম বলে
আমার এই মিনতি
কু-মানুষের সঙ্গে কভু
করো না পিরিতি।
নিজের দেশের মানুষ তোদের
চিনা-জানা ভালো
দরদি সেজে যারা
তোদের কাছে এল ॥
পূর্ববর্তী:
« কোন দেশে যাই বল
« কোন দেশে যাই বল
পরবর্তী:
কোন নাচনে মন মজাইলা হইছো বাউলা রে »
কোন নাচনে মন মজাইলা হইছো বাউলা রে »
Leave a Reply