ও মনমাঝি রে, কিনারা ভিড়াইয়া রে বাইও নাও
বেলা থাকতে ধরো পাড়ি যদি বন্ধুর দেশে যাইতে চাও কিনারা
ভিড়াইয়া রে বাইও নাও ॥
হাইলের কাঁটা ঠিক রাখিয়া সাবধানে নৌকা চালাও
পাইকের হাতে বৈঠা দিয়া দয়াল নামের সারি গাও ॥
হীরামন মাণিক্যে ভরা মনপবন কাষ্ঠেরই নাও
বাউল আবদুল করিম বলে উজান পানি বাইয়া যাও ॥
পূর্ববর্তী:
« ও মনমাঝি রে অকূল সাগরে তোমার নাও
« ও মনমাঝি রে অকূল সাগরে তোমার নাও
পরবর্তী:
ও মানুষ- মনমানুষের সন্ধান করো রে »
ও মানুষ- মনমানুষের সন্ধান করো রে »
Leave a Reply