মহাজনে বানাইয়াছে ময়ূরপঙ্খি নাও
সুজন কাণ্ডারি নৌকা সাবধানে চালাও ॥
বাইচ্ছা বাইচ্ছা পাইক তুলিয়া নাওখানা সাজাও
ঝোঁক বুঝিয়া ছাড়ো নৌকা সুযোগ যদি পাও ॥
অনুরাগের বৈঠা বাইয়া প্রেমের সারি গাও
রঙিলা বন্ধুর দেশে যাইতে যদি চাও ॥
বাউল আবদুল করিম বলে বুঝিয়া নায়ের ভাও
লক্ষ্য ঠিক রাখিয়া বাইও যাইতে সোনার গাঁও ॥
পূর্ববর্তী:
« মহব্বতে বানাইল, আল্লাহ কাদের
« মহব্বতে বানাইল, আল্লাহ কাদের
পরবর্তী:
মা মা বলে মায়ের পায়ে পরবি লুটে আয় »
মা মা বলে মায়ের পায়ে পরবি লুটে আয় »
Leave a Reply