আগে তোর মন ভালো কর
পির মুর্শিদের চরণ ধরে
নিজে কর নিজের খবর ॥
অনিত্য সংসার মাঝে
কে হবে তোর সঙ্গের দোসর
সময়ে সব চলে যাবে
পড়ে রবে শূন্য বাসর ॥
মনকে সাধু বানাইলে
নামের মধু খাইতে মিলে
বসতে পারে প্রেমফুলে
যে হয়েছে ফুলের ভ্রমর ॥
মন পবিত্র না হইলে
তন্ত্র মন্ত্র যায় বিফলে
বাউল আবদুল করিম বলে
হুজুরি ক্বালবে নামাজ পড় ॥
পূর্ববর্তী:
« আগে তিমির নাশিয়া কটাক্ষ স্বরূপে দেখ নারে চাহিয়া
« আগে তিমির নাশিয়া কটাক্ষ স্বরূপে দেখ নারে চাহিয়া
পরবর্তী:
আগে না জাইনে গো ললিতে »
আগে না জাইনে গো ললিতে »
Leave a Reply