আশেকের রাস্তা সোজা
আশেক থাকে মাশুকধ্যানে
এই তার নামাজ এই তার রোজা ॥
আশেক চায় না আবেদ হতে
আশেক চায় না স্বর্গে যেতে
আশেক চলে নেস্তি পথে
হতে চায় না বিশ্বের রাজা ॥
আশেক মৌলার খেলার পুতুল
আশেক প্রেম বাগানের বুলবুল
ফানা পির শেখ ফানায়ে রাসুল
ফানা ফিল্লায় রুহু তাজা ॥
আশেক হলে মাশুক মিলে
এই কথা ঠিক আসলে
করিম কয় তা না হলে
বেতবাগানে চন্দন খোঁজা ॥
পূর্ববর্তী:
« আশা নি পুরাইবায় গুণমণি রে দীনের নাথ বন্ধু
« আশা নি পুরাইবায় গুণমণি রে দীনের নাথ বন্ধু
পরবর্তী:
আশ্বিনে অম্বিকা দিলেন সুদেখা »
আশ্বিনে অম্বিকা দিলেন সুদেখা »
Leave a Reply