মানুষ যদি হইতে চাও কর মানুষের ভজনা
সবার উপরে মানুষ সৃষ্টিতে নাই যার তুলনা ॥
নিজলীলা প্রকাশিতে আপে আল্লাহ পাকজাতে
প্রেম করলো মানুষের সাথে তার আগে আর কেউ ছিল না ॥
প্রেম ছিল আরশ মহলে স্থান পাইল মানুষের দিলে
আসল মানুষ কারে বলে কী নাম তার কই ঠিকানা ॥
সব দেশে সব জায়গায় মানুষ প্রেমখেলাতে নারী-পুরুষ
মানুষেতে আছে মানুষ রয় না মানুষ মানুষ বিনা ॥
আবদুল করিম হুঁশে থাকো মানুষ ভালোবাসতে শিখো
অন্তরে অন্তরে মাখো রবে না ভবযন্ত্রণা ॥
পূর্ববর্তী:
« মানুষ যদি চাও হতে মন মানুষ গিয়ে ভজ রে
« মানুষ যদি চাও হতে মন মানুষ গিয়ে ভজ রে
পরবর্তী:
মানুষ যদি হইতে চাস »
মানুষ যদি হইতে চাস »
Leave a Reply