মন তুই দেখ না খুঁজে দেহের মাঝে
কী ধন দিলেন মহাজনে
ধরবে যদি অধরারে মুর্শিদ ধরে
ঘরের খবর লও না জেনে ॥
কালির লেখায় আলিম হয় না মন রে কানা
অজানাকে যে না জানে
আল্লাহ নবি আদমছবি
একসুতে বাঁধা তিনজনে ॥
দেহের রত্ন করলে যত্ন
ভালোবাসে মহাজনে
মুর্শিদ যার হয় সারথি মহারথি
সে জিয়নমরণ দুজাহানে ॥
আশেক যারা পাইল তারা
আপন ঘরে আপন চিনে
হলো না মোর আপন চিনা রাং কি সোনা
ভাবছে করিম দীনহীনে ॥
পূর্ববর্তী:
« মন তুই কার ভরসে রইলে বসে
« মন তুই কার ভরসে রইলে বসে
Leave a Reply