[সুনামগরে উকারগ্রাম নিবাসী আমার প্রাণপ্রিয় মুর্শিদ শাহ মৌলা বন্ধু মুন্সি ১৩৫৮ বঙ্গাব্দের ৯ আষাঢ় ইন্তেকাল করেন। এ উপলক্ষে গানটি রচিত]
প্রাণের প্রাণ মুর্শিদ আমার মৌলা বক্স নাম যাহার
চরণেতে জানাই আমি সালাম হাজার হাজার ॥
যুগের শেষে এসে যখন জন্ম নিলেন এ ধরায়
জেলা হয় সুনামগঞ্জ জন্মস্থান হয় উকারগাঁয়
শরিয়তে পায়বন্দ ছিলেন তরিকতের রাহাদার
সুফি সাধক ছিলেন মারিফত করে বিচার ॥
শিষ্য ভক্ত আশেকগণ সবারে করে কাঙাল
১৩৫৮ সনে করলেন তিনি ইন্তেকাল
নুরের বাতি নিভে যেদিন হয়ে গেল অন্ধকার
আষাঢ় মাসের নয় তারিখ ছিল সেদিন রবিবার ॥
শিষ্য ভক্ত আছে যারা করে সদা গুণগান
খাঁটি প্রেমের প্রেমিক হলে তাদের জন্য বর্তমান
বাউল আবদুল করিম বলে ইজ্জতে আশেক সবার
ভরসা রেখেছি মনে পাইতে রহমত দিদার ॥
পূর্ববর্তী:
« প্রাণের প্রাণ মুর্শিদ আমার মৌলা বক্স নাম যাহার
« প্রাণের প্রাণ মুর্শিদ আমার মৌলা বক্স নাম যাহার
পরবর্তী:
প্রেম আবার কেমন বস্তু কলঙ্কহীন কিচ্ছু না »
প্রেম আবার কেমন বস্তু কলঙ্কহীন কিচ্ছু না »
Leave a Reply