তিনশো ষাইট আউলিয়ার দেশ
সিলেট ভূমি রে
এই দেশের জলবায়ুতে
গড়া আমি রে ॥
সাধক আউলিয়া দরবেশ
মরমি কবিগণের দেশ
মানুষ যারা তারা দেশের
মঙ্গলকামী রে ॥
ফুলে ফুলে শোভিত দেশ
ধানের দেশ গানের দেশ
কৃষক মজুরের দেশ
এই শ্যামল ভূমি রে ॥
তোমার দেশ আমার দেশ
হলো না মুক্ত পরিবেশ
শোষণের হলো না শেষ
মিছে ভ্রমি রে ॥
আজ আছি কাল থাকব না তো
জন্ম মরণ ঢেউয়ের মতো
কী বুঝিয়া করিম এত
পাগল তুমি রে ॥
পূর্ববর্তী:
« তিন বেড়ের বাগানেতে ভ্রমর এসেছে
« তিন বেড়ের বাগানেতে ভ্রমর এসেছে
পরবর্তী:
তুই মোরে করিলে উদাসী সোনার বরণ হইল কালো »
তুই মোরে করিলে উদাসী সোনার বরণ হইল কালো »
Leave a Reply