ঈদ আসলে কি দুঃখ দিতে?
আপন পর বেছে নিলে আসলে না সবার বাড়িতে ॥
কেউ খাবে মাখন ছানা কেউ করিবে আমিরানা
অনেকে খাইতে পাবে না কঁদিবে মনের আঘাতে ॥
এত বৈষম্য কেন তুমি নি তার খবর জান?
নইলে আমার কথা মান আসিও না এই দেশেতে ॥
কেউ হাসে কারো কাদা দেখে দুঃখ লাগে ভাঙাবুকে
আবদুল করিম মনের শোকে চায় তোমায় মন্দ বলিতে ॥
[কালনীর ঢেউ]
পূর্ববর্তী:
« ইয়ামন হতে আইলায় দয়াল শাহজালাল আউলিয়া
« ইয়ামন হতে আইলায় দয়াল শাহজালাল আউলিয়া
পরবর্তী:
ঈদ এসেছে দুঃখ দিতে গরিবের মনে »
ঈদ এসেছে দুঃখ দিতে গরিবের মনে »
Leave a Reply