বলো স্বাধীন বাংলা
মোদের মাতৃভূমির জয়
প্রাণপণে প্রতিজ্ঞা কর
ছেড়ে দাও মরণের ভয় ॥
পাকিস্তান আসার পরে
যা ঘটিল তেইশ বৎসরে
মনের দুঃখ বল কারে
এই দুঃখ আর বলাবার নয়
আজও তারা শক্তির বলে
দারুণ শোষকের দলে
বিনাশিতে চায় সমূলে
আর বা কত প্রাণে সয় ॥
বাঙালি যুবকের দল
চল মুক্তির সংগ্রামে চল
তোরাই দেশের সহায় সম্বল
পাছে হঠার সময় নয়
ধর ধর অস্ত্র ধর
বাংলা মোদের মুক্ত কর
মনের দুর্বলতা ছাড়
আমাদের জয় সুনিশ্চয় ॥
ভেবেছিল শত্রু দলে
জুলুম অত্যাচারের বলে
রাখিবে পায়ের তলে
মনিব রবে সব সময়।
বীর বাঙালি বীর বিক্রমে
জেগে উঠল ধরাধামে
ইয়াহিয়া নরাধমে
পাইবে ঠিক পরিচয় ॥
শপথ নেও বাঙালি যত
বাঁচলে বাঁচব বাঁচার মতো
আমরা হব না নত
যদি হয় বিশ্বপ্রলয়
কত ভাই বোন মুক্তির তরে
প্রাণ দিয়েছে অকাতরে
চিরদিন কেউ বাঁচে না রে
বাউল আবদুল করিম কয় ॥
পূর্ববর্তী:
« বলো সখি প্রাণপাখি কোন দেশে রইল
« বলো সখি প্রাণপাখি কোন দেশে রইল
পরবর্তী:
বলো স্বাধীন বাংলা মোদের মাতৃভূমির জয় »
বলো স্বাধীন বাংলা মোদের মাতৃভূমির জয় »
Leave a Reply