দেশে আইল ভেজাইল্যা বন্যা
কত ভেজাল বাড়াইল
শেষ হয় না গইন্যা ॥
ফসল সমূলে নিয়াছে
দুঃখীর দুঃখ বেড়েছে
সরকার সাহায্য দিতেছে
বিদেশ থেকে আইন্যা ॥
ঢেউয়ের জলে ভাঙে বাড়ি
এখন উপায় কী যে করি
হাতে নাই পয়সাকড়ি
খাইতে হয় কিইন্যা ॥
আবদুল করিম চিন্তা করে
ঠেকছে মানুষ বিষম ফেরে
সুযোগ পাইলে মজুতদারে
রক্ত নেয় টাইন্যা ॥
পূর্ববর্তী:
« দেশ এবং মানুষের যদি চাও উন্নতি
« দেশ এবং মানুষের যদি চাও উন্নতি
পরবর্তী:
দেশে বাঘ আইল বাঘ আইল বাঘ আইলরে »
দেশে বাঘ আইল বাঘ আইল বাঘ আইলরে »
Leave a Reply