ওগো পিয়ারি
মন কেন মোর করিলে চুরি
তুমি প্রেমধনে ধনী
আমি হলেম ভিখারি
মন কেন মোর করিলে চুরি ॥
নয়ন বাকা ভঙ্গি বাঁকা
বাঁকা তোমার মুখের হাসি
তোমার সঙ্গে তুলনা হয় না
আকাশের রবি-শশী।
তুমি বিনা প্রাণ বাঁচে না
কী করে ধৈর্য ধরি
মন কেন মোর করিলে চুরি ॥
চাতক বাঁচে মেঘের জলে
জল ছাড়া বাঁচে না মীন
আশেক বাঁচে কেমন করে
মাশুক যদি বাসে ভিন।
সোনার অঙ্গ হলো মলিন
চিত্তে লয় না ঘর-বাড়ি
মন কেন মোর করিলে চুরি ॥
অন্তরে বিচ্ছেদের আগুন
জল ঢালিলে নিভে না
কী করিব কোথায় যাব
উপায় বুদ্ধি মিলে না।
করিমের মনের বেদনা
কার কাছে প্রকাশ করি
মন কেন মোর করিলে চুরি ॥
পূর্ববর্তী:
« ওগো পাতকীর কাণ্ডারি দুরুদ সালাম ভেজি
« ওগো পাতকীর কাণ্ডারি দুরুদ সালাম ভেজি
Leave a Reply