আমি নি তোমার রে তুমি নি আমার রে
বন্ধুয়া রে কও কও কও চাই শুনি
তিলেকমাত্র না দেখিলে বাঁচে না পরানি রে
বন্ধুয়া রে কও কও কও চাই শুনি ॥
আমি তোমার চিরদাসী আমার মনে জানি
দুঃখিনী দাসীর কথা তোমার মনে পড়ে নি রে ॥
যে দিন হতে তোমার প্রেমে সঁপেছি পরানি
সে দিন হতে বারণ হয় না দুই নয়নের পানি রে ॥
তোমার প্রেমে এ জগতে কত মন্দ শুনি
তোমার কথা মনে করে সব করে দেই পানি রে ॥
বাউল আবদুল করিম বলে আর কিছু না জানি
জগৎ জুড়ে শুনি তোমার দয়াল নামের ধ্বনি রে ॥
পূর্ববর্তী:
« আমি নালিশ করি রাজ দরবারে
« আমি নালিশ করি রাজ দরবারে
পরবর্তী:
আমি পাইয়া কুমতিসঙ্গ মনমতিসঙ্গ সদায় পুড়ে »
আমি পাইয়া কুমতিসঙ্গ মনমতিসঙ্গ সদায় পুড়ে »
Leave a Reply