পিরিতি করিয়া সোনা বন্ধু রে
মিছা দোষী আমি সংসারে
তুমি বিনে মনের বেদন জানাব কারে
মিছা দোষী আমি সংসারে ॥
তুমি যদি হলে না মোর যৌবনের সাথি
বলো তবে তোমার সনে কিসের পিরিতি
এই ভাবনা দিবারাতি অন্তরে–
মিছা দোষী আমি সংসারে
তোমার লাগি অন্তরে যে আগুন জ্বলে
কে জানে কার মনের খবর না কহিলে
যার যা ইচ্ছা তাই বলে আমারে–
মিছা দোষী আমি সংসারে ॥
করিম বলে দুঃখ দিলে কী করিব
আমি তোমারে বন্ধু ভালোবাসিব
নাম নিয়া ডুবে মরিব, দুঃখ নাই রে–
মিছা দোষী আমি সংসারে ॥
পূর্ববর্তী:
« পিরিতি করিয়া রে গিয়াছ ছাড়িয়া রে
« পিরিতি করিয়া রে গিয়াছ ছাড়িয়া রে
পরবর্তী:
পিরিতি কি সকলে জানে »
পিরিতি কি সকলে জানে »
Leave a Reply