বন্ধুয়া রে, কী দোষে ছাড়িতে চাও মোরে
তুমি কি জানো না আমি
ভালোবাসি কারে রে–
কী দোষে ছাড়িতে চাও মোরে ॥
ধন দিলাম প্রাণ দিলাম
যৌবন করলাম দান
তোর পিরিতে চাইলাম না রে
লাজ কুলমান
আমার বলতে যাহা ছিল
সব দিলাম তোমারে
এখন আমার কলঙ্কের গান
গায় ঘরে ঘরে রে–
কী দোষে ছাড়িতে চাও মোরে ॥
আমি যে তোমার রে বন্ধু
তুমি বন্ধু কার
তোমার লাগি কাঁদে রে বন্ধু
প্রাণপাখি আমার
শুইলে না আসে নিদ্রা
পরান ছটফট করে
হাত বান্ধা যায় পাও বান্ধা যায়
মন বানব কী করে রে–
কী দোষে ছাড়িতে চাও মোরে ॥
আশায়-আশায় জনম গেল
প্রেম করে কুলুটা
সোনালি যৌবন রে আমার
পড়ে গেল ভাটা
গুল দিয়া তো কূল পাইলাম না
ভাসিলাম সাগরে
করিম পাগলার আর কে আছে
কে নিবে সে-পারে রে–
কী দোষে ছাড়িতে চাও মোরে ॥
পূর্ববর্তী:
« বন্ধুহারা জিতে মরা মনপ্রাণ উতলা
« বন্ধুহারা জিতে মরা মনপ্রাণ উতলা
পরবর্তী:
বন্ধুয়া রে, কুলমান সঁপিলাম তোমারে »
বন্ধুয়া রে, কুলমান সঁপিলাম তোমারে »
Leave a Reply