প্রাণনাথ,
ছাড়িয়া যাইও না মোরে রে ॥
কথা রাখো কাছে থাকো
যাইও না রে দূরে
বন্ধু রে, দূরে গেলে পরান আমার
ছটফট ছটফট করে রে ॥
তুমি আমার কাছে থাকো
এই আমার বাসনা
বন্ধু রে, মন যারে চায় তারে ছাড়া
মনে তো বোঝে না রে ॥
তোমার প্রেমে হইলাম আমি
মিছা দোষের ভাগী
বন্ধু রে, তোমারে না পাইলে আমি
বিনা রোগে রোগীরে ॥
বাউল আবদুল করিম বলে
কী বলিব বেশি
বন্ধু রে, মনে চায় দেখিতে তোমার
সোনামুখের হাসি রে ॥
পূর্ববর্তী:
« প্রাণনাথ হে মনপ্রাণ তোমারে দিলাম না
« প্রাণনাথ হে মনপ্রাণ তোমারে দিলাম না
পরবর্তী:
প্রাণবন্ধু আসিতে গো সখি আর কতদিন বাকি »
প্রাণবন্ধু আসিতে গো সখি আর কতদিন বাকি »
Leave a Reply