প্রাণসখি গো
মনে চায় বন্ধুরে দেখিতে।
মন যারে চায় তারে ছাড়া
পারি না আর থাকিতে–
মনে চায় বন্ধুরে দেখিতে ॥
সে বিনে আমি অবলা
সহিতে পারি না জ্বালা
পাই না বন্ধের চরণধুলা
আমার অঙ্গে মাখিতে–
মনে চায় বন্ধুরে দেখিতে ॥
মন পাগল পিরিতের নেশায়
কতকাল কাঁদিবে আশায়
প্রাণপাখি উড়ে যেতে চায়
পারি না গো রাখিতে–
মনে চায় বন্ধুরে দেখিতে ॥
আবদুল করিম কয় সখিরে
সদায় আমার মনে পড়ে
নয়নের জল কাজল করে
বন্ধুর ছবি আঁকিতে
মনে চায় বন্ধুরে দেখিতে ॥
পূর্ববর্তী:
« প্রাণসই বাজে বাঁশি কোন কাননে
« প্রাণসই বাজে বাঁশি কোন কাননে
Leave a Reply