প্রাণবন্ধু আসিতে গো
সখি আর কতদিন বাকি
চাতকপাখির মতো আমি
আশায় চেয়ে থাকি গো–
সখি আর কতদিন বাকি ॥
ভালোবেসে দুঃখ দেওয়া
ভালো হলো নাকি।
পাগল মনকে আর কতদিন
প্রবোধ দিয়ে রাখি গো–
সখি আর কতদিন বাকি ॥
নিবিড় রাতে কেউ নয় সাথে
একা যখন থাকি
কত কথা মনে পড়ে
ঝরে দুটি আঁখি গো–
সখি আর কতদিন বাকি ॥
আসবে ঘরে আশা করে
দিবানিশি ডাকি
করিম বলে দয়া হলেও
আসবে প্রাণপাখি গো–
সখি আর কতদিন বাকি ॥
পূর্ববর্তী:
« প্রাণনাথ, ছাড়িয়া যাইও না মোরে রে
« প্রাণনাথ, ছাড়িয়া যাইও না মোরে রে
পরবর্তী:
প্রাণবন্ধু কালা সহিতে না পারি তোমার »
প্রাণবন্ধু কালা সহিতে না পারি তোমার »
Leave a Reply