সোনার অঙ্গ পুড়ে আঙ্গার
হইল যার লাগিয়া গো
কই রইল গো নিষ্ঠুর কালিয়া ॥
কুমারে যে বাসন পোড়ে সই গো
পইনে সাজাইয়া
ভিতরে তার আগুন দিয়া সই গো
কুমার রয় সরিয়া গো ॥
যে দুঃখ অন্তরে সই গো
রেখেছি ভরিয়া
বুক চিরে দেখাইবার হইলে আমি
দেখাইতাম চিরিয়া গো ॥
আসি বলে চলে গেল সে আর
আইল না ফিরিয়া
বাউল আবদুল করিম কাঁদে এখন
আশাপথে চাইয়া গো ॥
পূর্ববর্তী:
« সোনাবন্ধে নাকি গো আমায় পাসরিল বল না বল না
« সোনাবন্ধে নাকি গো আমায় পাসরিল বল না বল না
পরবর্তী:
সোনার অঙ্গ পুড়ে ছাই করিলাম গো কার লাগিয়া »
সোনার অঙ্গ পুড়ে ছাই করিলাম গো কার লাগিয়া »
Leave a Reply