আমি সাধ করে পরেছি গলে
শ্যামকলঙ্কের মালা
যায় যাবে কুলমান যাবে
প্রাণ গেলেও ভালা গো সখি–
শ্যাম কলঙ্কের মালা ॥
সেও পাগল, করেও পাগল
পাগলামি তার খেলা
তার কারণে দুই নয়নে
বহে নদী-নালা গো সখি–
শ্যাম কলঙ্কের মালা ॥
বাউল আবদুল করিম বলে
শোনো গো সরলা
সে বিনে আর কে খুলিবে
প্রেমবাক্সের তালা গো সখি–
শ্যাম কলঙ্কের মালা ॥
পূর্ববর্তী:
« আমি সদায় থাকি রিপুর মাঝে
« আমি সদায় থাকি রিপুর মাঝে
পরবর্তী:
আমি সেই গৌর বলে ডাকি »
আমি সেই গৌর বলে ডাকি »
Leave a Reply