কও গো দয়াল
এখন আমার কী গতি
বেলা গেল সন্ধ্যা হলো
কেউ নাই মোর সঙ্গের সাথি ॥
একাকী চলেছি পথে
সামনে আঁধার রাতি
নির্ধনের ধন পরশরতন
তুমি আঁধারের বাতি ॥
কেউ বলে দয়াল দাতা
কেউ বলে জগৎপতি
করিম বলে তুমি আমার
দেহরথের সারথি ॥
পূর্ববর্তী:
« কইলজার ভিতর গাঁথি রাইক্কুম তোঁয়ারে
« কইলজার ভিতর গাঁথি রাইক্কুম তোঁয়ারে
পরবর্তী:
কও রে পথিক ভাই তুমি নি দেখেছ আমার »
কও রে পথিক ভাই তুমি নি দেখেছ আমার »
Leave a Reply