খাজা তোমার নামের ধ্বনি
জগৎ জুড়ে শুনতে পাই
সবাই তোমায় ভালোবাসে
হিন্দু-মুসলিম প্রভেদ নাই ॥
চিশতিয়া তরিকা তোমার
আজমিরে রয়েছে মাজার
ভক্তগণের প্রেমের বাজার
প্রেমসাগরে খেলে লাই ॥
হয়ে তোমার প্রেমে পাগল
আশেকে গায় প্রেমের গজল
আছে এতে আসল-নকল
ভক্তি বিনা মুক্তি নাই ॥
পড়ে ছয় রিপুর কবলে
এ জনম গেল বিফলে
বাউল আবদুল করিম বলে
আমি তোমার দয়া চাই ॥
পূর্ববর্তী:
« খাকেতে গঠিলাম পিঞ্জর ময়না তোর লাগিয়া
« খাকেতে গঠিলাম পিঞ্জর ময়না তোর লাগিয়া
Leave a Reply