ইয়ামন হতে আইলায় দয়াল
শাহজালাল আউলিয়া
যুগের আঁধার মাঝে
নুরের আলো জ্বালাইয়া ॥
আউলিয়া পরশ জানি
নায়েবে রাসুল মানি
আশেকের শিরোমণি
তুমি গুণে গুণিয়া ॥
প্রেমিকজনে প্রেমখেলায়
আমি আছি ভবজ্বালায়
উদ্ধারিয়া লও না আমায়
প্রেমের নৌকায় তুলিয়া ॥
আশেক-প্রেমিক-ভক্তগণে
শান্তি পায় গুণগানে
আবদুল করিম দীনহীনে
কাঁদে জনম ভরিয়া ॥
পূর্ববর্তী:
« ইয়া রাফিকুল আল, ইয়া হাবিবুল্লাহ
« ইয়া রাফিকুল আল, ইয়া হাবিবুল্লাহ
পরবর্তী:
ঈদ আসলে কি দুঃখ দিতে »
ঈদ আসলে কি দুঃখ দিতে »
Leave a Reply