কী আনন্দে কুঞ্জ সাজায় সখী
যাতি যুতি লং মালতী
রঙ্গন গাঁথি মধু মালতী দিয়া
আমি নাম জানি না।
কী হইল ফুলের মহিমায়।।
সখী গো
রজত কাঞ্চন অঙ্গেরই ভূষণ
মণিমুকুতার বালা
ফুলের মশারী বালিশ ফুলে
রত্ন সিংহাসন তায়।।
সখী গো
কুঞ্জ হেরিতে আইল
প্যারী প্রেমে মন মজিল
আসিল মোর প্রাণনাথ
জয় প্রভু রঘুনাথ
গন্ধে বেভুল গোপিকায়।।
পূর্ববর্তী:
« কিরুপ হেরিনু পরানসই
« কিরুপ হেরিনু পরানসই
পরবর্তী:
কী আশ্বর্য রূপমাধুর্য মানবদেহ-খান »
কী আশ্বর্য রূপমাধুর্য মানবদেহ-খান »
Leave a Reply