শ্যাম বরণ বংশীবদন হেরলে নয়ন ফিরে না, ও গৃহে রব না
একদিন দেইখাছি যারে সুরধুনীর কিনারে
তারে দেখছি অন্যে লাগছে মনে
পাশরিতে পারি না, গৃহে রব না
কদম্ব ডালেতে বসি বাজায় শ্যাম দিবানিশি
বাঁশিয়ে বলে জয়রাধা
ভাইবে রাধারমণ বলে কথা রাইখো এচরণে
আমি শ্রীচরণের হব দাসী মনে ছিল কামনা
ও গৃহে রব না।।
পূর্ববর্তী:
« শ্যাম বন্ধুয়াও দেখা দেও অধম জানিয়া
« শ্যাম বন্ধুয়াও দেখা দেও অধম জানিয়া
পরবর্তী:
শ্যাম বিচ্ছেদে অঙ্গ আমার জ্বলে গো ললিতে »
শ্যাম বিচ্ছেদে অঙ্গ আমার জ্বলে গো ললিতে »
Leave a Reply