শ্যামারূপ হেরিলাম গো কদম্বের তলে
তুষের অনলের মত অঙ্গ মোর জ্বলে।
মজিয়ে বাঁশির সুরে বইসে থাকি সারাদিনে
যার বাঁশি তারে ডাকে রাধারাধা বলে।।
ইচ্ছে হয় প্ৰাণ বন্ধুয়ারে হৃদয়ের মাঝে রাখি
তৈলের অভাণ্ডে ঘৃত আনি সাজাইয়া রাখি।।
ভাইবে রাধারমণ বলে প্ৰেমানলে অঙ্গ জ্বলে
বন্ধের হাতের বাঁশির জ্বালা যাবে আমি মৈলে।
পূর্ববর্তী:
« শ্যামলও সুন্দরও রূপ আমি যেদিন হইতে হেরি গো
« শ্যামলও সুন্দরও রূপ আমি যেদিন হইতে হেরি গো
Leave a Reply