শ্যামরূপ হেরিলাম তরুমুলে
যমুনার কাল জলে সৌদামিনী জ্বলে।
কী সুন্দর মাধুরিয়া কেমন সুন্দর বদন চন্দ্ৰিমা
শ্যামরূপের নাই কোন তুলনা জগৎ মণ্ডলে।
শ্যামরূপে জ্বলে অর্মাখি বাইরে হুল পরান পাখি
তবু না ধরিতে পারি সময় যায় নানা ছলে।
ভাইবে রাধারমণ বলে না জানি কি আছে ভালে
লেখছে বিধি রই মনে যে আগুনে হিয়া জ্বলে।
পূর্ববর্তী:
« শ্যামরূপ হেইরে আইলাম গো, ওগো প্ৰাণে মরিগো ঝুরিয়া
« শ্যামরূপ হেইরে আইলাম গো, ওগো প্ৰাণে মরিগো ঝুরিয়া
পরবর্তী:
শ্যামরূপ হেরিয়া আইলাম যমুনারই জলে »
শ্যামরূপ হেরিয়া আইলাম যমুনারই জলে »
Leave a Reply