শ্যাম কালা কোথায় পাই গো, বল গো সখী
কোন বা দেশে যাই।
কালা থাকে কালার ভাবে
আমি পুইড়ে হইলাম ছাই গো।
বল গো সখি কোন বা দেশে যাই
আপ্ত মাইনে প্ৰাণ বন্ধুরে হৃদে দিলাম ঠাঁই।।
ছিল আশা দিল দাগা আর প্রেমের কাজ নাই।।
ফুলেরই পালঙ্কে আমি শুয়ে নিদ্ৰায় যাই
মুজলে নয়ন দেখা স্বপন শ্যাম লইয়া বেড়াই গো।
ভাইবে রাধারমণ বলে শুনগো ধনী রাই
পাইলে বন্ধের খবর গলে ছাড়াছড়ি নাই।।
পূর্ববর্তী:
« শোষকের মন্ত্রণা বিষম যন্ত্রণাল
« শোষকের মন্ত্রণা বিষম যন্ত্রণাল
পরবর্তী:
শ্যাম কালা পাশা খেলবি আজ নিশি »
শ্যাম কালা পাশা খেলবি আজ নিশি »
Leave a Reply