রাধার নামে কে বাজাইল বাঁশি রে
বাঁশির ধ্বনি শুইনে আমি হইলাম। উদাসী রে।।
শুনিয়া তোমার বাঁশির ধ্বনি জল ভরিতে আসি আমি
ঘরে আছে কাল ননদী আমায় বানায় দোষী রে।।
মনে লয় শ্ৰীচরণে হৈ তাম তোমার দাসীরে।
কাল ননদীর ভয়ে মোর প্রাণটি কাঁপে থরে থরে
বলে ছলে জল ঢালিয়া কাঙ্কে লই কলসী রে।।
ভাইবে রাধারমণ বলে তুমি কি আর জান নারে
ওরে তুমি বিনে প্ৰাণ বাঁচেনা তুমিই বিশ্বাসীরে।।
পূর্ববর্তী:
« রাধার দুঃখে জনম গেল গো
« রাধার দুঃখে জনম গেল গো
পরবর্তী:
রাধার প্রেমাসিন্ধু মাঝে রসরাজে পাতিয়াছে »
রাধার প্রেমাসিন্ধু মাঝে রসরাজে পাতিয়াছে »
Leave a Reply