মনের দুঃখে পরান যায় ফাটিয়া
প্ৰাণবন্ধু আইল না গো কী দোষ পাইয়া।।
সখী গো বন্ধের হাতে প্ৰাণ সপিলাম আপনি জানিয়া
এখন মোরে ছাড়িয়া গেল। কুলটা বানাইয়া।।
রসিকচান্দে প্ৰেমে ডোরে বন্ধন কৈরাছে মোরে
বন্ধে সাগরে ভাসাইয়া মাইল আমায় আশা দিয়া।।
ভাইবে রাধারমণ বলে ঠেকিয়াছি বরির কালে গো
দরশন দেওরে বন্ধু অভাগী জানিয়া।।
পূর্ববর্তী:
« মনের দুঃখ রইল মনে, আমার এ দেশে দরদি নাই
« মনের দুঃখ রইল মনে, আমার এ দেশে দরদি নাই
পরবর্তী:
মনের বাগানে ফুটিলো ফুলরে »
মনের বাগানে ফুটিলো ফুলরে »
Leave a Reply