বিদায় হইলাম গো রাই কমলিনী তোমার চরণে
আমি শুইলে স্বপনে দেখি গো রাধে
দেখি না তুমি বিনে।।
রাধে গো
গোষ্ঠ আচরণে যাই, রাই বইলে বাঁশরী বাজাই
বাঁশির স্বরে ডাকিগো তোমারে
বাইর হও বাইর হও রাধে দেখি তোমায় পরান ভরে।
রাধে গো
ছাড়িয়া যাই জনমের মত দিয়া যাই দানপত্ৰ গো
চূড়া বাঁশি দিয়া যাই তোমারে রাধে
ঐ রাঙ্গা চরণে।
পূর্ববর্তী:
« বিচার নাই হেড পোস্টে বয়
« বিচার নাই হেড পোস্টে বয়
পরবর্তী:
বিদেশী বন্ধু আমারে রাখিও তোমার মনে »
বিদেশী বন্ধু আমারে রাখিও তোমার মনে »
Leave a Reply