বন্ধু রে অবলার বন্ধু যাইও না রে থইয়া
ঝাড়ের বাঁশ কাটিয়া রে বন্ধু নদীতে দিলাম বানা
তুই বন্ধুর পিন্ধিরতের লাগি মাথুর করলাম মানা।।
আগে যদি জানতাম রে বন্ধু যাইবায় রে ছাড়িয়া
দুই চরণ বান্ধিয়া রাখতাম মাথার কেশ দিয়া
গোসাঁই রাধারমণ বলে মনেতে ভাবিয়া
মনে লয় মরিয়া যাইতাম গলে ছুরি দিয়া।
পূর্ববর্তী:
« বন্ধু যদি হইতো নদীর জল
« বন্ধু যদি হইতো নদীর জল
পরবর্তী:
বন্ধু রে অবলার বন্ধু যাইও নারে থইয়া »
বন্ধু রে অবলার বন্ধু যাইও নারে থইয়া »
Leave a Reply