প্রথম যৌবন কালে কে বা না পিরিতি গো করে
সেই পিরিতি নিত্যি গঙ্গার জল গো প্ৰাণ সই।
যখন আমি ডাকি বন্ধু বন্ধু পার কইরা দাও ভবাসিন্ধু
বন্ধের মনে ডুবাইবার বাসনা।।
এখন কলসী বান্দিয়া গলে বাপ দিব যমুনার জলে
কলসী ভাসাইয়া নিব স্রোতে।
যদি বন্ধু আপনি হইত স্রোতের কলসী আনিয়া দিত
পরান বন্ধে বইসা রঙ্গ চায়।।
পূর্ববর্তী:
« প্রথম যেদিন ফুটে ফুল, প্রথম যেদিন ফুটে
« প্রথম যেদিন ফুটে ফুল, প্রথম যেদিন ফুটে
পরবর্তী:
প্রাণ খুলিয়া প্রাণ বন্ধু রে করলাম না আদর »
প্রাণ খুলিয়া প্রাণ বন্ধু রে করলাম না আদর »
Leave a Reply