কোকিলা মানা করি তোরে
হৈছি আমি বন্ধুহারা আর ডাকিও না শোক স্বরে।
যেই পন্থে আসরে সেই পন্থে যাও
অভাগিনীর কর্মদোষে ফিরিয়া না চাও।
কাক কালা কোকিল কালা কালা প্রাণের হরি
খঞ্জনের বুক কালা এই সে দুঃখে মরি।
আমি ধরে কুপাকুপা তেঁতুল ধরে বেকা
দেশের বন্ধু বিদেশ গেলে আর নি হবে দেখা।।
পূর্ববর্তী:
« কৈ সে হৃদয়মণি গো প্ৰাণসজনী
« কৈ সে হৃদয়মণি গো প্ৰাণসজনী
পরবর্তী:
কোথা গেলে কৃষ্ণ আমি পাই গো রাই »
কোথা গেলে কৃষ্ণ আমি পাই গো রাই »
Leave a Reply