কুলনাশা বাঁশির স্বরে কুলমান মজায়
শীঘ্ৰ চল শ্যাম দর্শনে সময় গাইয়া যায়
বাঁশির সুরে মুগ্ধ হয়ে কলসী ভাসাই জলে
কালার রূপে মুগ্ধ আমি কার কলসী কেবা আনে।
পাইয়া তারে পাইলাম না গো আপন কর্মদোষে
এমন দরদী নাই আমারে জিজ্ঞাসে।।
জলের ঘাটে যাওগো রাধে রাধারমণ কয়
জলে গেলে হবে দেখা বাঁশি হাতে শ্যামরায়।।
পূর্ববর্তী:
« কুল হারাইলাম সই গো আমার কুল হারাইলাম বন্ধের কারণে
« কুল হারাইলাম সই গো আমার কুল হারাইলাম বন্ধের কারণে
পরবর্তী:
কুলমান আর যায় না রাখা »
কুলমান আর যায় না রাখা »
Leave a Reply