কারে দিতাম মালা গো সখী করে দিতাম মালা
সখী গো যার লাগি আয়োজন পাইলাম তার দরশন
নরম হলে মরণ গো ভাঙ্গলা গো সখী।।
সখী গো বাসি পুস্পপ গোলাপে জলে ভাসি কীরূপে
হইল না শ্ৰীরূপের মেলা সখী গো
সখী গো মন রাধারমণ বলে, তাপিত অঙ্গ জ্বলে
স্থান যেন পাই অন্তিম কালে।।
পূর্ববর্তী:
« কারে কী বলিব আমি ঠেকছি নিজের আক্কলে
« কারে কী বলিব আমি ঠেকছি নিজের আক্কলে
পরবর্তী:
কারে দেখাবো মনের দুঃখ গো »
কারে দেখাবো মনের দুঃখ গো »
Leave a Reply