কী দিয়া শোধিতাম প্ৰেমঋণ গো
রাই আমার সোধন নাই।
রাধা অনুরাগে আমল জ্বলছে হিয়ার মাঝে
জল দিলে ও নিবে না রে অনল জ্বলে দ্বিগুণ তেজে।।
রাধারমণ বলেগো ধনী আমি তার ঋণী
ঠেকিয়াছি বিষম দায়।
দাসখতে নামটি লিখি আর কী ধন আছে বাকি
আমি প্ৰাণ দিয়ে ঋণমুক্তি চাই।
পূর্ববর্তী:
« কী জ্বালা দিয়ে গেলা মোরে
« কী জ্বালা দিয়ে গেলা মোরে
পরবর্তী:
কী বলিবো আর ফকিরের হাটবাজারে দেখি »
কী বলিবো আর ফকিরের হাটবাজারে দেখি »
Leave a Reply