ঐ শুনা যায় শ্যামের বাঁশির ধ্বনি গো
এই বাঁশির সুরে আমার প্রাণ করল। উদাসী গো।।
কদম ভালে বসি শ্যামে বাজায় মোহন বাঁশি
শ্যাম যে আমার চিকন কালা, শ্যাম গলার মালা
তারে দেখতে গেলে জলের ঘাটে বাড়ে দ্বিগুণ জ্বালা।
ভাইবে রাধারমণ বলে পড়ি শ্যামের চরণ তলে
বাঁশির জালায় ঘরে থাকা দায় গো প্ৰাণসজনী।।
পূর্ববর্তী:
« ঐ যমুনায় ঢেউ দিলে বিন্দু উঠে একই সাথে
« ঐ যমুনায় ঢেউ দিলে বিন্দু উঠে একই সাথে
পরবর্তী:
ঐ শুনি গো মোহন বাঁশি বাজায় শ্যামরায় »
ঐ শুনি গো মোহন বাঁশি বাজায় শ্যামরায় »
Leave a Reply