আমি রাধা ছাড়া কেমনে থাকি একা রে সুবল সখা
ব্ৰজেশ্বরী রাইকিশোরী একবার এনে দেখা।।
রাখার কথা মনে পড়লে বুক ভেসে যায় নয়ন জলে
রাধা ছাড়া গোচারণে কেমনে থাকি একা
রাধা আমার প্রেমের গুরু মনবাঞ্ছা কল্পতরু
রাধা আমার হস্তের বাঁশি বলে রাধা রাধা।।
ভাইবে রাধারমণ বলে মানব জনম যায় বিফলে
রাধা ছাড়া গোচারণে ঘুরি একা একা।।
পূর্ববর্তী:
« আমি রাধা ছাড়া কেমনে থাকি একা
« আমি রাধা ছাড়া কেমনে থাকি একা
Leave a Reply