আমি রব না রব না গৃহে বন্ধু বিনে প্ৰাণ বাঁচে না
বন্ধু আমার চিকন কালানয়নে লাইগাছে ভালা
বিষম কালা ধাইলে ছাড়ে না।
বন্ধু বিনে নাইযে গতি কিবা দিবা কিবা রাতি
জ্বলছে আগুন আর তো নিভে না।
এমন সুন্দর পাখি হৃদয়ে হৃদয়ে রাখি
ছুটলে পাখি ধরা দেবে না।
হাতে আছে স্বরমধু গৃহে আছে কুলবধূ
কী মধু খাওয়াইল জানি না।
ভাইবে রাধারমণ বলে প্ৰেমানলে অঙ্গ জ্বলে
জ্বলছে আগুন আর তো নিভে না।।
পূর্ববর্তী:
« আমি রইবো না আর শোক মন্দিরে গো
« আমি রইবো না আর শোক মন্দিরে গো
Leave a Reply