আমি প্ৰাণ বন্ধুরে পাইলাম না গো বিরহে জ্বলিয়া
দুক্ষিনীর জনম নি যাবে কান্দিয়া কান্দিয়া।।
পুরুষ কঠিন জাতি নিরারুণ হিয়া
না জানে নারীর বেদন নিদারুণ নিদিয়া।।
বন্ধের হাতে প্ৰাণ সপিলাম আপনা জানিয়া
এখন মোরে ছাড়িয়া গেল। কুলটা বানাইয়া।।
ভাইবে রাধারমণ বলে মনেতে ভাবিয়া
আসবে তোমার কালাচান্দ শাস্ত করা হিয়া।।
পূর্ববর্তী:
« আমি পাগলিনী হইলাম যার লাগিয়া গো রূপ দেখিয়া
« আমি পাগলিনী হইলাম যার লাগিয়া গো রূপ দেখিয়া
পরবর্তী:
আমি বন্ধুর অপেক্ষাতে সই গো- আছি দিবারাতি »
আমি বন্ধুর অপেক্ষাতে সই গো- আছি দিবারাতি »
Leave a Reply