আমায় উপায় বলো এগো সই প্ৰেম করে। প্ৰাণ গেল
এগো আমি ভাবি রাত্ৰিদিনে বন্ধু কোথায় রইলো।।
দেহ হতে রসরাজ সিং কেটে প্ৰাণ নিলো–
জনম ভরা পদ সাধিলাম বন্ধে সঙ্গে নাই নিলো।
আমার মত কত দাসী বন্ধের দাসী হইল
সুখের নৌকায় তুলিয়া বন্ধে সায়রেতে ভাসাইল।
জিয়ান হইতে মরণ ভালো মরণ মঙ্গলো–
জনমভরা কলঙ্ক রাধার জগতে রহিলো–।
রাধারমণ চান্দে বলে প্ৰেম করা কি ভালো
এ জনামের মত বন্ধে আমায় ছাড়িয়া গেলো।
পূর্ববর্তী:
« আমায় উপায় বলো এগো সই প্ৰেম করে প্ৰাণ গেল
« আমায় উপায় বলো এগো সই প্ৰেম করে প্ৰাণ গেল
Leave a Reply