আমার শ্যাম জানি কই রইলো গো শ্যামরূপে মন প্ৰাণ নিল
আমার মন নিল প্ৰাণ নিল বন্দে নিল কোন সন্ধানে
রূপ পানে চাইতে চাইতে রূপ নেহারিল
এগো রূপ সাগরের মধ্যে বন্দে আমায় ডুবাই মারাল।
শ্ৰীকৃষ্ণ বিচ্ছেদের অনল জ্বলিয়া উঠিল
এগো শ্যাম জল আইনা নিভাও অনল
আমার প্রাণ গেল প্রাণ গেল না।
ভাইবে রাধারমণ বলে; কি হইল কি হইল
বিজলি চটকের মত ঐ রূপ নয়নে লাগিল।
পূর্ববর্তী:
« আমার শান্ত করো মনপ্রাণ
« আমার শান্ত করো মনপ্রাণ
পরবর্তী:
আমার শ্যাম বিনে প্ৰাণ বাঁচে না গো ললিতে »
আমার শ্যাম বিনে প্ৰাণ বাঁচে না গো ললিতে »
Leave a Reply