শ্যাম কালা পাশা খেলবি আজ নিশি।
আমি যদি হারিখেলা শুনছে চিকন কালা
শ্ৰীচরণে হইয়া থাকব দাসী।।
তুমি যদি হারো খেলা, গলে দিব বনমালা
চিরতরে রাখবে প্ৰেমে বাঁধি।
খেলাও আরম্ভ হইল, হাতের গুটি হতে রৈল
জিনিল কিনিল রাই রূপসী।।
শ্রীরাধারমণ কয়, ভাবছ কী রে রসময়
আজি কাড়িয়া রাখিব মোহনবাঁশি।
পূর্ববর্তী:
« শ্যাম কালা কোথায় পাই গো, বল গো সখী
« শ্যাম কালা কোথায় পাই গো, বল গো সখী
পরবর্তী:
শ্যাম কালিয়া সোনা বন্ধু রে »
শ্যাম কালিয়া সোনা বন্ধু রে »
Leave a Reply