বিশখা গো সখা আমার কুঞ্জে আইল না
আমি কার লাগি বিছাইলাম ফুলের বিছানা।।
আইলাম গো কাল শশী গাথামালা হইল বাসি
বাসি মালা পালাও যমুনা
এগো কেনে আইলাম অরণ্যেতে
মন মানুষের মন পাইলাম না।।
হাতের পুলা চুয়া চন্দন, এসব দেখে আসে কান্দন
আমার বিলাস কুঞ্জে বিলাস হইল না।
পূর্ববর্তী:
« বিলাতের স্মৃতি
« বিলাতের স্মৃতি
পরবর্তী:
বিশখে কি রূপ দেখালে চিত্রপটে »
বিশখে কি রূপ দেখালে চিত্রপটে »
Leave a Reply