বন্ধু, যদি যাও রে ছাড়ি’–
গলে দিমু কাটালি ছুরি।
ওয়রে তোমার লাগি–
ত্যজিতাম পরান রে।।
আর চুয়াচন্দন থইছি আমি
কটরায়—কটরায় ভরি
ওরে, দেখলে চন্দন উঠে কান্দন–
কার অঙ্গে ছিটাই রে।।
আর কেওয়া পুষ্প, ফুল মালতী–
আমি বিনা সুতায় মালা গাঁথি।
ওয়রে দেখলে মালা উঠে জ্বালা
কার গলে পরাই রে।।
আর অভাবে রাধারমণ বলে,
প্ৰেমানলে অঙ্গ জ্বলে
ও তার নয়ন জলে বক্ষ যায়—ভাসিয়া রে।।
পূর্ববর্তী:
« বন্ধু, তুইন বড়ো কঠিন
« বন্ধু, তুইন বড়ো কঠিন
পরবর্তী:
বন্ধুর বাঁশি মন উদাসী করিলো আমারে »
বন্ধুর বাঁশি মন উদাসী করিলো আমারে »
Leave a Reply