না আসিয়া মনচোরা নিশি হইল ভোর
পুরুষ ভ্ৰমর জাতি নিদয়া নিষ্ঠুর।।
কোকিলার রব শুনিতে মধুর
কুহু কুহু রব করি ডাকিল ময়ূর।
বাসি হইল ফুলের মালা তামুল কাপূর
আসা পথে চাইয়া থাকি দুইটি আঁখি ঘোর।।
মনের আশা মনে রইল হিয়া জ্বলে ঘোর
রাধারমণ বলে সে তা হয় না ঘটের ঠিাকুর।।
পূর্ববর্তী:
« নমাজে হয় দিল রওশন নমাজ পড়ো গিয়া
« নমাজে হয় দিল রওশন নমাজ পড়ো গিয়া
পরবর্তী:
না ছিল আসমান জমি আগুন হাওয়া মাটি পানি »
না ছিল আসমান জমি আগুন হাওয়া মাটি পানি »
Leave a Reply