কার কুঞ্জে নিশি ভোর রে, রসরাজ রাধার মনচোর
সারা নিশি জাগরণে আঁখি হইল ঘোর।
হাসিয়া ঢলিয়া পড়ে যেমন নিশা ঘোর
কোন কামিনী দিল তোমার কপালের সিন্দুর।
নিশি ভোরে আসিয়াছ নিদয়া নিষ্ঠুর
পথ হারা হইয়া নাকি আইলায় এত দুর।
মিটি চও বন্ধু রাধার মনচোর
রমণ বলে রাধার হাতে বিচার হবে তোর।।
পূর্ববর্তী:
« কার কাছে যাব কারে জানাব অন্তরের বেদনা
« কার কাছে যাব কারে জানাব অন্তরের বেদনা
পরবর্তী:
কার পানে চাইয়া রে মনা »
কার পানে চাইয়া রে মনা »
Leave a Reply