শুন এগো প্রাণ লতিকা কি বলব বাঁশির কথা
ধ্বনি শুইনো গৃহে থাকা দায়।
শুনিয়া বাঁশির ধ্বনি, মন হৈয়াছে পাগলিনী
তারে না হেরিলে প্ৰাণ যায়।
যত নারী আছে ব্ৰজে সবাই থাকে গৃহকাজে
আমি গৃহে রহিতে না পারি।
ঘরে গুরুজনের জ্বালা তার উপরে বাঁশির জ্বালা
এত জ্বালা সহিব কেমনে
ধরি সখি তোদের পায় কোথা শ্যামে বাঁশি বাজায়
রাধারমণ বলে চলে যাই সেথা যাই চলে
যেথায় শ্যামে বাঁশিটি বাজায়।।
পূর্ববর্তী:
« শুধু ভক্তি করলে কি হবে রে সরল ভাব নাই তোর মনে
« শুধু ভক্তি করলে কি হবে রে সরল ভাব নাই তোর মনে
পরবর্তী:
শুন ওরে দোকানদার, বেচাকিনায় খবরদার »
শুন ওরে দোকানদার, বেচাকিনায় খবরদার »
Leave a Reply